শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাশিফল | শিরোনাম » ইতিহাসের এই দিনে
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাশিফল | শিরোনাম » ইতিহাসের এই দিনে
৫০৬ বার পঠিত
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাসের এই দিনে

---

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ববহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২২ ডিসেম্বর, ২০২১; বুধবার। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
২২ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩৫৬তম (অধিবর্ষে ৩৫৭তম) দিন। বছর শেষ হতে আরও নয় দিন বাকি রয়েছে।
ঘটনাবলী:
১৬৯৩ - ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।
১৭১৬ - ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।
১৮১০ - ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।
১৮৫১ - ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
১৯৩৭ - চালু হয় লিংকন টানেল।
১৯৩৯ - জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।
১৯৪২ - কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।
১৯৪৪ - ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।
১৯৫৬ - ফ্রান্স এবং ব্রিটেন, মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিসর থেকে সরিয়ে নেয়।
১৯৫৮ - দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৬৫ - বেলজিয়াম সরকার ৬টি কয়লাখনি বন্ধ করে দেয়।
১৯৭১ - কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।
১৯৭১ - বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৭১ - বাংলাদেশের মন্ত্রিপরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ।
১৯৭২ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।
১৯৮৬ - সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।
১৯৮৮ - স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।
১৯৮৯ - রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।
১৯৯৩ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।
১৯৯৫ - ইসরায়েলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।
জন্ম:
১১৭৮ - জাপানের সম্রাট আনটুকু।
১৮০৪ - বেঞ্জামিন ডিজরেলি।
১৮৫৩ - সারদা দেবী, ১৯ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী।
১৮৫৭ - বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক সুন্দরীমোহন দাস।
১৮৮৭ - শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।
১৯৮৩ - জেনিফার হকিংস, মিস ইউনিভার্স ২০০৪।
মৃত্যু:
১৫৭২ - ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া কো।
১৬৬৬ - ইতালিয় চিত্রশিল্পী গুয়েরচিনো।
১৬৬৮ - ইংরেজ চিত্রকর স্টিফেন।
১৭৯৭ - রাজা নবকৃষ্ণ দেব,কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপূজার সূচনাকারী।
১৮৮০ - ইংরেজ ঔপন্যাসিক, সাংবাদিক, অনুবাদক জর্জ ইলিয়ট।
১৯৫৮ - তারকনাথ দাস, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।
১৯৬৫ - পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।
১৯৮৬ - কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন।
১৯৮৭ - চীনের দাবা মাস্টার সিয়ে সিয়াসুয়েন।
১৯৮৯ - নোবেলজয়ী [১৯৬৯] আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকিট।
১৯৯১ - মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯৯২ - চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গনেশ ঘোষ।
১৯৯৫ - কমিউনিস্ট নেতা আবদুল হক।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ