শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » প্রান্তিক জনপদে আনসার বাহিনীর গুরুত্ব অপরিসীম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » প্রান্তিক জনপদে আনসার বাহিনীর গুরুত্ব অপরিসীম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৩৭৯ বার পঠিত
মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রান্তিক জনপদে আনসার বাহিনীর গুরুত্ব অপরিসীম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

---

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, প্রান্তিক জনপদে আইন শৃংখলা ও জননিরাপত্তামূলক কাজে আনসার বাহিনীর গুরুত্ব অপরিসীম। আজ দুপুরে মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী, আনসার বাহিনীর বিভিন্ন সময়ের অবদানের কথা তুলে ধরার পাশাপাশি আগামীতে আরও দৃঢ়তার সাথে কাজ করতে তাদের প্রতি আহবান জানান।
জেলা আনসার ভিডিপি চত্বরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম। স্বাগত বক্তব্য দেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম। সমাবেশে সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইসরাফিল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন দলনেতা মৌসুমী খাতুন, জামিরুল ইসলাম প্রমুখ।
প্রতিমন্ত্রী, সমাবেশে ইউনিয়ন পর্যায়ের ৯ জন দলনেতাকে বাইসাইকেল ও ৪ জন মহিলা আনসার সদস্যসের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।



আর্কাইভ