মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » এশিয়া কাপ খেলতে সন্ধ্যায় দুবাই যাচ্ছে বাংলার যুবারা
এশিয়া কাপ খেলতে সন্ধ্যায় দুবাই যাচ্ছে বাংলার যুবারা
এশিয়া কাপকে বিশ্বকাপ প্রস্তুতির সবশেষ উপলক্ষ্য বানিয়ে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুবাই যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
জানা গেছে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে টাইগার যুবারা।
এদিকে, যুব বিশ্বকাপের মঞ্চে নামার আগে এই আসর দলের ভারসাম্য এবং আত্মবিশ্বাস দুই’ই বাড়াবে বলে মনে করছেন কোচ ও ক্রিকেটাররা।
এদিকে, দলের শক্তি ও ভারসাম্য বাড়াতেই বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানিয়েছে গেম ডেভলপমেন্ট।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার পুরোটাই গেছে কোভিডের পেটে। দু-দণ্ড যে সময় মিলেছে তার মাঝেই চলেছে সর্বোচ্চ প্রস্তুতির প্রয়াস। তারপরও ঘাটতি থেকে গেল কি না! এমন আফসোসে আনুষ্ঠানিক ফটোসেশনের ঠিক আগ মুহুর্তেও ব্যাট বলের অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা গেছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের।
শুধু তিনটি সিরিজের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপের জন্য উড়াল দেবার অপেক্ষায় যুবারা। বড় মঞ্চের জন্য প্রস্তুতিটা যে আদর্শ হয়নি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তারপরও নিজেদের ওপর আস্থা রাখছেন ক্রিকেটাররা। কারণ একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বাকিরাও।
নতুন বছরে বিশ্বকাপের আগে বিদায়ী বর্ষে এশিয়া কাপ। গ্রুপ পর্বে তিন ম্যাচ পাবে বাংলাদেশ। ভালো করলে সেমিফাইনাল ঘুরে সম্ভাবনা আছে ফাইনালের। দলের প্রধান লক্ষ্য আপাতত এটাই। কারণ গন্তব্যে পৌঁছাতে পারলে যে প্রস্তুতি আর আত্ববিশ্বাস দুটোই পাওয়া যাবে এক সঙ্গে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ নাভিদ নেওয়াজ বলেন, ‘সবার প্রস্তুতিতেই ঘাটতি আছে। এটা চিন্তা করেই এশিয়া কাপ আয়োজন করেছে এসিসি। আমাদের এটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। সেটা যদি আমরা করতে পারি তবে অবশ্যই বিশ্বকাপে ভালো করা সুযোগ তৈরি হবে। আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এটা অনুপ্রেরণা হিসেবে নিতে চাই, চাপ হিসেবে নয়।’
একবারেই তরুণ একটা দল নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাচ্ছে বাংলাদেশ। যে দলটার ভারসাম্য বাড়াচ্ছে সাকিব আর দলপতি রাকিবুলের অন্তর্ভূক্তি। এ দু-জনই বিশ্বকাপজয়ী দলের সদস্য। সঙ্গে আছেন আছেন আরও দুই। সব কিছুর সমন্বয়ে দারুণ আশাবাদী গেম ডেভলপমেন্ট ম্যানেজার।
এশিয়া কাপের পর বিশ্বমঞ্চ মাতানোর আগে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে প্রস্তুতিটা হয়েই যাবে যুবাদের।