মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ইউরোপে পাঠানোর কথা বলে কলকাতার সেফ হোমে জিম্মি, গ্রেপ্তার ৩
ইউরোপে পাঠানোর কথা বলে কলকাতার সেফ হোমে জিম্মি, গ্রেপ্তার ৩
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রথমে নেওয়া হতো কলকাতার সেফ হোমে। সেখানে যাওয়ার পরই নির্যাতনের শিকার হতেন ভুক্তভোগীরা। জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করা হতো লাখ লাখ টাকা।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) র্যাব জানায়, উন্নত জীবনের আশায় অনেকেই স্বপ্ন বুনেন অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো দেশে বসবাসের। এই সুযোগটি বাগিয়ে নেয় অপরাধ চক্র। প্রলোভন দেখিয়ে লেনদেন শুরু হয় অর্থের।
এমন এক মানবপাচার চক্রের তিন সদস্য রেজাউল হক, বুলবুল আহম্মেদ ও নিরঞ্জন পালকে গ্রেপ্তারের পর র্যাব জানায়, উন্নত দেশে যাওয়ার জন্য ভারত থেকে সহজে ভিসা পাওয়ার কথা বলে কলকাতায় দুটি সেফ হোম বা টর্চারসেলে নিয়ে যেত চক্রটি। এরপরই শুরু হতো জিম্মি করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা।
গ্রেপ্তারদের মধ্যে নিরঞ্জন পাল ছিল বাংলাদেশ-কলকাতার সমন্বয়ক। এখন পর্যন্ত উচ্চ অর্থের চুক্তিতে প্রায় শতাধিক মানুষকে পাচার করেছে তারা। যারমধ্যে কলকাতার সেফহোমে ২০-৩০ জন আটক আছে বলেও জানায় র্যাব।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ২৪টি পর্যন্ত মামলা রয়েছে। বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় সংস্থাটি।