শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নিউজিল্যান্ডে কোভিড ‘নেগেটিভ’ বাংলাদেশ দল
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নিউজিল্যান্ডে কোভিড ‘নেগেটিভ’ বাংলাদেশ দল
১৭১ বার পঠিত
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ডে কোভিড ‘নেগেটিভ’ বাংলাদেশ দল

---

শঙ্কা কেটে গেছে। অনুশীলনে নামতে আর বাধা নেই বাংলাদেশ দলের। শেষ বারের মতো কোভিড টেস্টের ফলাফল সবার ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন।

প্রথমে সাত দিনের কোয়ারেন্টিন থাকলেও তিন দিনের মাথায় জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত হন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। জানা যায় গত ৮ ডিসেম্বর রাতে বাংলাদেশ দল দুবাই থেকে নিউজিল্যান্ড-গামী ফ্লাইটে করোনাভাইরাস আক্রান্ত এক যাত্রী ছিলেন। তাতেই দুইভাগ হয়ে যায় দল। ওই যাত্রীর কাছাকাছি থাকা ৯ জনের গ্রুপকে দেয়া হয় হলুদ ব্যান্ড। বাকি ১৯ সদস্যকে দেয়া হয় নীল ব্যান্ড।

তবে নীল ব্যান্ড পাওয়াদের কোয়ারেন্টিন শেষেই দেয়া হয় অনুশীলনের অনুমতি। কিন্তু অনুমতি দিয়েও আবার একদিন পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, পুনরায় কোয়ারেন্টিনে প্রবেশ করতে। তাতে আরও ৩ দিন বেড়ে যায় কোয়ারেন্টিনের সময়।

এই সময়ে আবারও কোভিড টেস্ট করানো হয় রোববার (১৯ ডিসেম্বর)। এই পরীক্ষায় সবাই কোভিড নেগেটিভ হয়েছেন। স্বস্তির বার্তা দিয়ে খালেদ মাহমুদ বলেছেন, ‘গতকাল (রোববার) আমাদের একটি কোভিড পরীক্ষা ছিল এখানে। আজ সকালে ফল এসেছে, আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল (মঙ্গলবার) বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব। দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’

সবাই কোভিড নেগেটিভ হওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে অনুশীলনে নামতে পারবে সবাই। প্রথম দিন সকালে লিংকন ইউনিভার্সিটি মাঠে অনুশীলন শেষে টিম হোটেলে উঠবে দল।

‘আগামীকাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে আমরা জিমের সুযোগ পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব।’

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) বে ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে।



আর্কাইভ