সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | নারায়ণগঞ্জ | রাজনীতি | শিরোনাম » বিএনপি বিভিন্ন কৌশলে নির্বাচনে অংশ নিচ্ছে: নানক
বিএনপি বিভিন্ন কৌশলে নির্বাচনে অংশ নিচ্ছে: নানক
বারবার নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও বিভিন্ন কৌশলে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাহাঙ্গীর কবির নানক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে একদিকে যেমনিভাবে নির্বাচন করবে না বলছে, আরেক দিকে তারা বিভিন্ন কৌশলে নির্বাচনে অংশগ্রহণ করছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও নির্দলীয় প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি মূলত আসলে বিএনপি-জামায়াতের পক্ষে একজন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। কাজেই আমাদের মোকাবিলা করতে হবে অত্যন্ত রাজনৈতিকভাবে। আমাদের গুরুত্বের সঙ্গে এ নির্বাচনকে নিতে হবে।
যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। জনগণের ভোটে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আবারও আইভী রহমান মেয়র নির্বাচিত হবে বলে আশা করেন নেতারা। মতভেদ ভুলে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।
প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান।
এদিকে, সোমবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন- খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেল ফেরদৌস।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদ ও কামরুল ইসলাম। তাদের দুজনেরই দাখিলকৃত ৩০০ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। এ কারণে তাদের মনোনয়ন প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, দুজনের প্রার্থিতায় ভুল তথ্য দেওয়া ও ঋণখেলাপি থাকায় বাতিল করা হয়। বাকিদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন।