শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়, প্যারিসে বাংলা অটো গ্যারেজ’র উদ্বোধন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়, প্যারিসে বাংলা অটো গ্যারেজ’র উদ্বোধন
১৫৬ বার পঠিত
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়, প্যারিসে বাংলা অটো গ্যারেজ’র উদ্বোধন

---

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়ে রাজধানী প্যারিসে দেশটির খ্যাতনামা গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠান অটো ডিসট্রিবিউশন যা বাংলা অটো গ্যারেজ নামে শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) পিয়ারফি সুক সেইনে গাড়ি মেরামতকারী এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

প্রতিষ্ঠানটিতে গাড়ি মেরামত, সব ধরনের খুচরা যন্ত্রাংশ, গাড়ির রং করা, গাড়ি কেনাবেচাসহ গাড়ি-সংক্রান্ত সব ধরনের সেবা পাওয়া যাবে। এই প্রতিষ্ঠানটি ফ্রান্সে একমাত্র বাংলা ভাষায় ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বাংলা অটো ইকোল’র একটি অঙ্গপ্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা অটো ইকুলের পরিচালক হোসেন সালাম রহমান ও বাংলা অটো গ্যারেজের সহব্যবস্থাপক শরীফ রহমান উপস্থিত ছিলেন।

লুৎফুর রহমান বাবুর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, কমিউনিটি নেতাদের মধ্যে সালেহ আহমেদ চৌধুরি, ফয়সাল ইকবাল হাশমি , ফারুখ খাঁন,মোতালেব খান, সুব্রত ভট্টাচার্য শুভ , এমদাদুল হক স্বপন, সাংবাদিক আবু তাহের, অজয় দাস, নজরুল ইসলাম চৌধুরী, আরিফ হোসেন, ওবায়দুল ইসলাম রিয়াদ, মনসুর আহমেদ, আসাদুজ্জামান সুমন, কামাল শিকদার ‌প্রমুখ।

এতে বক্তারা বলেন, দিনে দিনে ফ্রান্সে বাংলাদেশি প্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে যা আমাদের জন্য খুবই ইতিবাচক। এতে একদিকে যেমন প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অন্যদিকে তেমনি আমাদের অর্থনীতির ভিতও মজবুত হবে।

উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে অতিথিদের নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা।



আর্কাইভ