রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » হজযাত্রীদের অগ্রাধিকারভিত্তিতে বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ
হজযাত্রীদের অগ্রাধিকারভিত্তিতে বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ
ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২১: একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, মোসাঃ তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশগ্রহণ করেন।
কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার কার্যক্রম আরম্ভ করা হয়।
সভায় ৯ম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। ৯ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও আসন্ন হজ্ব ২০২২ এর কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়।
অত্র কমিটির ১ম হতে ১০ম বৈঠক পর্যন্ত গৃহীত সিদ্ধান্তসমূহ রিপোর্ট আকারে সংসদের পরবর্তী অধিবেশনে উপস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে হজ্জ্বযাত্রীদের অগ্রাধিকারভিত্তিতে করোনার বুস্টার টিকা প্রদান, মডেল মসজিদ নির্মাণের অর্থ জরুরীভিত্তিতে ছাড়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
ওমরা যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে আলোচনা চলমান রয়েছে মন্ত্রণালয় হতে সভায় জানানো হয়।
বিজয়ের এই মাসে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পবিরারের সদস্য যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।