রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বেনাপোলে পিস্তল, ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৪
বেনাপোলে পিস্তল, ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৪
যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩টি বার্মিজ চাকুসহ চিহ্নিত ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ সদস্যরা।
রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বেনাপোল ইউনিয়নের কাগজপুকুর গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শার্শার পান্তাপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), পান্তাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফারহান (২০) ও বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের আজগার আলীর ছেলে নূরনবী (২২)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার সরকার জানান, তাদের কাছে গোপন খবর আসে সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী একত্র হয়েছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের নামে একাধিক মামলা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার সকালে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।