শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বাহরাইনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
বাহরাইনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
বাহরাইনে ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।
শনিবার (১৮ ডিসেম্বর) দূতাবাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান প্রথম সচিব, পাসপোর্ট ও ভিসা উইং হারুন অর রশিদ।
শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের পরিচালনায় ও রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি আলাউদ্দিন নূর, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম. এ হাশেম, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক আইনুল হক, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমেদ প্রমুখ।
আলোচনায় প্রবাসী নেতারা বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদের পেনশন স্কিম চালুর দাবি জানান। সবার বক্তব্য শুনে রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে। এছাড়া তিনি প্রবাসীদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোনেম হোসেন শাহরিয়াহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনস্থ্য বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা।