শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » স্বাধীনতা কাপের ফাইনালে মুখোমুখি আবাহনী-বসুন্ধরা
স্বাধীনতা কাপের ফাইনালে মুখোমুখি আবাহনী-বসুন্ধরা
মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে শনিবার (১৮ ডিসেম্বর) মুখোমুখি হচ্ছে দুই হেভিওয়েট ক্লাব আবাহনী এবং বসুন্ধরা কিংস। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
দুই ব্রাজিলিয়ানের লড়াই দেখার অপেক্ষায় ঢাকার ফুটবল সমর্থকরা। আকাশি নীলদের নেতৃত্বে আছেন রাফায়েল অগাস্তো এবং তপুর অবর্তমানে কিংসের অধিনায়কত্ব করবেন রবসন রবিনহো। দুই ক্লাবের প্রাণভোমরাও তারাই। মৌসুমের প্রথম টুর্নামেন্ট হওয়ায়, শিরোপার লড়াইটা হবে সমানে সমান।
দারুণ ছন্দে আছে ধানমন্ডির জায়ান্টরা। কলিন্দ্রেস যোগ দেওয়ার পর থেকেই বেশ উজ্জীবিত লেমোস বাহিনী। সঙ্গে আরেক ব্রাজিলিয়ান ডেরিয়েলটনও নিজের মুনশিয়ানা দেখিয়েছেন গ্রুপ পর্বে। গোলের মধ্যে আছেন নাবীব নেওয়াজ জীবনও।
অন্যদিকে প্রাথমিক পর্বে কিছুটা অগোছালো মনে হলেও সময়ের সঙ্গে নিজেদের মেলে ধরেছেন কিংস ফুটবলাররা। বসনিয়ান স্তোয়ানের সঙ্গে জুটি বেঁধে আবাহনীকে হারাতে সামনে থেকে নেতৃত্ব দেবেন রবসন। অতীত ইতিহাসও আছে তাদের পক্ষে। দেখা হওয়া সাত ম্যাচের পাঁচটিতেই যে জিতেছে বসুন্ধরার রাজারা।
এদিকে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনের প্রথম সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় আবাহনী। রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেসের ম্যাজিকে সেমিফাইনালের বৈতরণী খুব ভালোভাবেই উতরে যায় আবাহনী।
১৯৯০ সালে স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আবাহনী। সেটাই ছিল তাদের একমাত্র ট্রফি। ট্রফি উদ্ধারের মঞ্চে এবার তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।