শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম » আড়াইহাজারে সাতগ্রাম ইউপি নির্বাচনে হামলা মারধরের অভিযোগ
আড়াইহাজারে সাতগ্রাম ইউপি নির্বাচনে হামলা মারধরের অভিযোগ
আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিয়া মোহাম্মদ সেলিমের সমর্থকদের উপর হামলা, মারধর, প্রচারণায় বাধা দেয়া ও পোস্টার ছেড়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী অযুত মাহমুদের বিরুদ্ধে।
স্বতন্ত্র প্রার্থী মিয়া মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরিন্দা বাজার এলাকায় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী অদুত মাহমুদের কর্মী-সমর্থকরা তার নির্বাচনের কর্মী রকিবুল হামিদ জেনারেলের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে আড়াইহাজার প্রাইম হাসপাতাল ও ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী মিয়া মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন, তার নেতা কর্মীদের বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে জেলা নির্বাচন অফিসার ও পুলিশ প্রশাসন এর কাছে লিখিত অভিযোগও করা হয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন।