শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সমীহ করলেও ভারতের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ
সমীহ করলেও ভারতের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ ম্যাচে শুক্রবার (১৭ ডিসেম্বর) ভারতের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত বলেই কিছুটা সিরিয়াস গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। মানসিক বাধা কাটিয়ে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জয় পেতে চান অধিনায়ক মারিয়া মান্ডা। কমলাপুর স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে এই প্রথমবারের মতো প্রতিপক্ষকে সমীহ করছে বাংলাদেশ। নেপাল ও ভুটানপর্ব পেরোনো গেছে কোনো অঘটন ছাড়াই। কিন্তু এবার বাংলাদেশের সামনে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ভারত। যারা এখন পর্যন্ত দুই ম্যাচের একটিতেও হারেনি।
দলটা ভারত বলেই কি ম্যাচের আগে ভয় মেয়েদের? নিজেদের কন্ডিশন ও শক্তিমত্তায় বেশ এগিয়ে থেকেও মানসিক বাঁধায় শামসুন্নাহাররা। শামসুন্নাহার বলেন, আমরা ভারতের সঙ্গে যতগুলো ম্যাচ খেলেছি সবগুলোতেই ফাইট হয়েছে। আর সবাই জানেও ওরা অনেক শক্তিশালী দল। তবুও আমরা জয়ের জন্যই মাঠে নামব। প্রথম ম্যাচে অনেক ভুল করছি আমরা। অনেকগুলো সুযোগ কাজে লাগাতে পারিনি। সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। ফিনিশিং নিয়ে কাজ হয়েছে।
ভারত দলটা নতুন। তবে আনকোরাদের সঙ্গেই যে ঘটে অঘটন। ‘ভারত’ যেন কাগুজে বাঘ না হয় সেজন্য কাজ করছে টিম ম্যানেজমেন্ট। এর আগেও ভারতের সঙ্গে লড়েছে বাংলার জয়ীতারা। সেই দলের কমপক্ষে ১২ ফুটবলার আছেন এই দলে। পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচ জিততে চায় বাংলাদেশ।
বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ভয়ের কিছু নেই। সব দলই আসলে শক্তিশালী। আর চ্যাম্পিয়ন হতে হলে তো ভালো ভালো দলগুলোকে হারাতেই হবে। সেভাবে প্রস্তুতি নিতে হবে আর খেলতে হবে।
দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, কোচিং স্টাফের পক্ষ থেকে আমরা যথেষ্ট সজাগ দৃষ্টি রেখেছি এবং ওদের আমরা বোঝানোর চেষ্টা করেছি যে চ্যাম্পিয়ন ব্যতীত অন্য কোনো ফল আমরা চাই না।
ভুটানকে ভারত হারিয়েছে ৩-০ গোলে। বাংলাদেশ ভুটানকে ৬-০ গোলে। কমলাপুর স্টেডিয়ামে এবার কে এগিয়ে যায় সেটা জানতে টিভি পর্দায় চোখ রাখতে হবে বিকেল ৩টায়।