শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » যথাযোগ্য মর্যাদায় ইরাকে মহান বিজয় দিবস ২০২১ পালিত
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » যথাযোগ্য মর্যাদায় ইরাকে মহান বিজয় দিবস ২০২১ পালিত
৩৩০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যথাযোগ্য মর্যাদায় ইরাকে মহান বিজয় দিবস ২০২১ পালিত

---

ইরাকের রাজধানী বাগদাদে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বসহ নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস । অনুষ্ঠানের প্রথম পর্বে, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, দূতাবাস পরিবারবর্গ ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতে দূতাবাস প্রাঙ্গনে পতাকা উত্তোলন করেন মান্যবর রাষ্ট্রদূত মোঃ ফজলুল বারী। এর পরই জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় ।

দ্বিতীয় পর্বে, সকাল ১০:৩০ টায় আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । আলোচনা অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইরাকে নিযুক্ত ভারতের মান্যবর রাষ্ট্রদূত জনাব প্রশান্ত পিসে । আরও উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ। আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয় । এর পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । নীরবতা পালন শেষে, মহান বিজয় দিবস উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী -এর বাণীসমূহ পাঠ করা হয় । বাণী পাঠের পর দূতাবাস পরিবারের পরিবারবর্গ ও প্রবাসী বাংলাদেশীগণ মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা ও গান পরিবেশন করেন । এরপরই উপস্থিত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির অংশগ্রহণে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয় । বক্তারা সকলেই স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐন্দ্রাজালিক নেতৃত্ব, কৃতিময় জীবন, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন । সেই সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ।

মান্যবর রাষ্ট্রদূত মোঃ ফজলুল বারী তাঁর সমাপনি বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান । স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপনের বছরে বিজয় দিবস পালনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা ও তাৎপর্য । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রভূত উন্নতি অর্জিত হয়েছে । দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে এবং উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে । রূপকল্প ২০২১ -এর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, ২০৩০ সালের মধ্যে SDG -এর লক্ষ্যমাত্রা এবং রূপকল্প ২০৪১ -এর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হবে । মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং তাঁর নেতৃত্বেই অর্জিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা । তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশীসহ উপস্থিত সকলের প্রতি আহবান জানান ।

অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার -এর উপর নির্মিত একটি প্রাম্যণ্যচিত্রও প্রদর্শিত হয় । এর পরেই বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও দেশের অগ্রগতি, মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং ইরাকস্থ সকল প্রবাসীদের নিরাপদ জীবন কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।

তৃতীয় পর্বে, উপস্থিত সকলের অংশগ্রহণে পিলো পাসিং, হাড়িভাঙা, কাবাডি, ডার্ট গেইম ও বল নিক্ষেপ ইত্যাদি বাঙালির ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠানকে বেশ উপভোগ্য করে তুলে । পরে মান্যবর রাষ্ট্রদূত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন । এছাড়াও দূতাবাসের দু’জন কর্মকর্তা/কর্মচারীকে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সনদ প্রদান করা হয় । সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মান্যবর রাষ্ট্রদূত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।



আর্কাইভ