শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, সতর্ক থাকার আহ্বান
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, সতর্ক থাকার আহ্বান
১৯৩ বার পঠিত
বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, সতর্ক থাকার আহ্বান

---

বিশ্বের অধিকাংশ দেশেই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। এরমধ্যেই ৭৭টি দেশে এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এতে আতঙ্কও বাড়ছে। ইতোমধ্যেই ওমিক্রন ভ্যারিয়েন্টটি বিশ্বের ৭৭টি দেশে ছড়িয়েছে। তবে এ দেশগুলো ছাড়াও আরও অনেক দেশে ওমিক্রনের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সংস্থাটির প্রধান ড. তেদরস আধানম গেব্রিয়াসুস। ভ্যারিয়েন্টটি অপ্রত্যাশিতভাবে ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানান, আগের ভ্যারিয়েন্টেগুলোকে ওমিক্রনের মতো এত দ্রুত ছড়াতে দেখিনি। এর উপসর্গগুলো কম গুরুতর হলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি করতে পারে।

এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টে এখনো কম গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও উদ্বেগ জানিয়েছেন ডব্লিউএইচ প্রধান। এ সময় তিনি ভ্যাকসিন বৈষম্যের কথাও বলেন। বিশ্বের করোনার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে নতুন স্ট্রেইন রোধে বুস্টার ডোজ কার্যকর। প্রয়োজন নতুন করে টিকা বের করার কথাও জানায় প্রতিষ্ঠানগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানান, কোভিড-১৯ মোকাবিলায় বুস্টার ডোজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওমিক্রন শনাক্তের তালিকায় প্রতিদিনই নতুন নতুন দেশ যুক্ত হচ্ছে। সেই সঙ্গে বিধিনিষেধও বাড়ছে। নেদারল্যান্ডস সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহ প্রাথমিক স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে নরওয়ে অন্যান্য নিষেধাজ্ঞার পাশাপাশি রেস্তোরা ও বারে অ্যালকোহল নিষিদ্ধ করেছে।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। দেশটিতে ভয়াবহভাবে ওমিক্রন সংক্রমণের হার বাড়ছে। এদিকে সোমবার ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম একজনের মৃত্যু হয়েছে।
সূত্র: বিবিসি।



আর্কাইভ