শীতে কাঁপছে পঞ্চগড়
হিমেল বাতাস ও কুয়াশায় উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও বিকেলে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। নিম্ন আয়ের মানুষজনকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গত মঙ্গলবারের তুলনায় অনেকটাই কম।
প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে বইছে হিমেল বাতাস। তবে খানিকটা দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও স্থানীয়রা শীত নিবারণে পরে থাকছে গরম কাপড়।
এ দিকে সন্ধ্যা নামতেই মানুষজন বাজারের প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরে যাচ্ছে।
পঞ্চগড় শহরের কামাতপাড়া মহল্লার তাহেরুল ইসলাম জানান, ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হই। ঠাণ্ডার কারণে হাঁটতে কষ্ট হয়। মোটা কাপড় পড়ে শীত মানছে না।
ধাক্কামারা এলাকার আতাউর রহমান জানান, পঞ্চগড়ের দিন দিন শীত বাড়ছে। সন্ধ্যা নামতেই শীত বাড়তে থাকে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল শাহ জানান, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।