মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » বুস্টার ডোজ দেওয়া শুরু হলেও টিকার সংকট হবে না: স্বাস্থ্য সচিব
বুস্টার ডোজ দেওয়া শুরু হলেও টিকার সংকট হবে না: স্বাস্থ্য সচিব
প্রায় ৩২ কোটি টিকার প্রতিশ্রুতি পেয়েছি বিভিন্ন উৎস থেকে। আর বুস্টার ডোজ দেওয়া শুরু করলেও করোনা ভ্যাকসিনের টিকার কোনো সংকট হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।
এ পর্যন্ত প্রায় ১১ কোটির বেশি টিকা প্রয়োগ করা হয়েছে। চলতি মাসে আরও আড়াই থেকে তিন কোটি টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের বলে জানান তিনি।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জানা গেছে, সারা দেশে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন মোট ছয় কোটি ৭১ লাখ ৩১ হাজার ৪৯০ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন চার কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ৪৪৯ জন।
এ ছাড়া মোট ১৪ লাখ ৬৬ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন। পাশাপাশি মোট দুই লাখ ৬১ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন। সোমবার (১৩ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার, চীনের তৈরি সিনোফার্ম ও সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।
বিবৃতিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত টিকার জন্য ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছেন সাত কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৫২২ জন, পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ১১ লাখ ২৬ হাজার ৮০১ জন এবং জন্ম সনদ দিয়ে নিবন্ধন করেছেন দুই লাখ ৭৬ হাজার ৮৯৫ জন।