শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে দিল চীন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে দিল চীন
৫০৩ বার পঠিত
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে দিল চীন

---

সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞা তুলে নিতেও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।-খবর আল-জাজিরার

শুক্রবার আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে এই পদক্ষেপকে ‘স্বেচ্ছাচারী’ বলে আখ্যায়িত করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

তিনি বলেন, এ সংক্রান্ত ভুল সিদ্ধান্ত তুলে নিতে এবং চীনের অভ্যন্তরীণ বিষয় ও স্বার্থে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে, তবে চীনও পাল্টা কার্যকর পদক্ষেপ নেবে।

যুক্তরাষ্ট্র এমন এক সময় এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে, যখন সমানতালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনও চলছে। বাইডেন বলেন, তার এ পদক্ষেপে বিশ্বজুড়ে গণতন্ত্র জোরদার হবে ও যুক্তরাষ্ট্রের গণতন্ত্রপন্থী আইনেরও সমর্থন বাড়বে।

সোমবার (১৩ ডিসেম্বর) ওয়াং বলেন, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় চীন অবিচল রয়েছে। স্বায়ত্তশাসিত জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর চীনের নিপীড়নমূলক আচরণেরও সাফাই গেয়েছেন তিনি।

চীনা মুখপাত্র জানান, ধর্মীয় উগ্রপন্থা, বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ ও সহিংসতা রোধে চীন দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রের বিকৃত পদক্ষেপে জিনজিয়াংয়ের উন্নয়নের সার্বিক গঠন ও চীনের অগ্রগতি ধ্বংস করে দিতে পারবে না। এতে বেইজিংয়ের ঐতিহাসিক উন্নয়নের ধারাও ব্যাহত হবে না বলে তিনি দাবি করেন।



আর্কাইভ