সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » ওমিক্রন তাণ্ডবে দিশেহারা যুক্তরাজ্য
ওমিক্রন তাণ্ডবে দিশেহারা যুক্তরাজ্য
ওমিক্রন তাণ্ডবে দিশেহারা হওয়ার দিকেই এগোচ্ছে যুক্তরাজ্য। স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এমনই সর্তকবার্তার জানান দিলেন। রোববার ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করেছেন তিনি
একই সঙ্গে এ বছরের মধ্যেই সব প্রাপ্তবয়স্ককে বুস্টার ডোজের আওতায় আনার পরিকল্পনা ঘোষণা করেন বরিস।
কোভিড নিয়ে গত শীতে যুক্তরাজ্য সরকারের ধীরগতির পরিকল্পনায় এবার চলতে নারাজ বরিস জনসন। আর তাই ওমিক্রণের ভয়ংকর রূপ বুঝতে পেরেই একের পর এক সর্বোচ্চ কঠোর সতর্কতা ও সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
এমনই পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেয়া এক ভিডিওবার্তায় বরিস জনসন বলেন, নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় প্রাপ্তবয়স্ক সবাইকে বুস্টার ডোজের আওতায় আনাই হলো সর্বোচ্চ জরুরি কাজ।
বুস্টার না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে ওমিক্রন সংক্রমণের ঢেউ শুরু হলে হাসপাতালে ভর্তির ঝুঁকির মাত্রা বেড়ে যাবে অনেক। যার ফলে পরিস্থিতি সামাল দেয়া নাগালের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেছেন বরিস।
যুক্তরাজ্যে করোনার সংক্রমণ প্রতিদিনই বাড়ছে দ্বিগুণ হারে। গড়ে অর্ধ লক্ষাধিক আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। রোগীদের চাপে বেশ নাজুক অবস্থা হাসপাতালগুলোর। দেশটিতে আগামী বছরের শুরুতে ২৫ থেকে ৭৫ হাজারের মতো মানুষের মৃত্যু হতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে।
বুস্টার ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি এলাকায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করার পাশাপাশি চালু করা হচ্ছে অতিরিক্ত টিকা প্রদান কেন্দ্র। ইতোমধ্যে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবকও প্রস্তুত এই কার্যক্রমে সহযোগিতা করতে।