রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বঙ্গবন্ধু কর্নার স্থাপন জনকূটনীতিতে বড় ভূমিকা পালন করবে : মোমেন
বঙ্গবন্ধু কর্নার স্থাপন জনকূটনীতিতে বড় ভূমিকা পালন করবে : মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে সকল মিশনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন সারা বিশ্বে বাংলাদেশের জনকূটনীতিতে বড় ভূমিকা পালন করবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কর্নার শুধুমাত্র মিশনের একটি কক্ষ নয়, এটি আমাদের ব্যাপক অর্থনৈতিক সাফল্য… একটি জাতি হিসাবে আমাদের সক্ষমতা সম্পর্কে বিভিন্ন দেশের জনগণকে সংবেদনশীল করতে আমাদের জনকূটনীতির একটি বড় ভূমিকা পালন করবে।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন অফ ফরমার বিসিএস (এফএ) এ্যাম্বাসেডর (এওএফএ) আয়োজিত ‘চির অম্লান বঙ্গবন্ধু ’ আয়োজিত আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ দফতর এবং বিদেশে সকল বাংলাদেশ মিশনে বই, ছবি, ভিডিও ক্লিপ ও বিভিন্ন দলিলসহ বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে।
ড. মোমেন বলেন, বাংলাদেশের মিশনগুলো তাদের নিজ নিজ আয়োজক দেশের বোদ্ধা শ্রেণি ও প্রবাসীদের যুক্ত করতে পারবে। তারা বঙ্গবন্ধু আদর্শ এবং বাংলাদেশের সাফল্যকে কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে দিতে পারবে।
তিনি আরও বলেন, এটি বিশ্বজুড়ে আমাদের অর্থনৈতিক কূটনীতি প্রচেষ্টায় পরিপূরক হবে। রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও আলোচনায় বক্তব্য রাখেন।