শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » আদ্দিস আবাবায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চিত্র প্রদর্শনী
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » আদ্দিস আবাবায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চিত্র প্রদর্শনী
৩৮৬ বার পঠিত
রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদ্দিস আবাবায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চিত্র প্রদর্শনী

---

বাংলাদেশ দূতাবাস, আদ্দিস আবাবা আজ উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিববর্ষ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল মধ্যাহ্নে অনুষ্ঠিত আদ্দিস আবাবাস্থ শীর্ষস্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এ চিত্র প্রদর্শনীর উপলক্ষে এক সম্বর্ধনার আয়োজন করা হয়। উক্ত চিত্র প্রদর্শনীর মূল বিষয়বস্তু ছিল, ’’ইথিওপীয় আর্টিস্টদের রংতুলিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’’।
অনুষ্ঠানে রাষ্ট্রদূতের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইথিওপীয় সরকারের সংস্কৃতি ও খেলাধূলা বিষয়ক প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত মেসফিন চ্যারিনেট, ইথিওপিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত মহোদয়বৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ, মিডিয়া, বিভিন্ন সরকারি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ইথিওপিয়ান এবং ইথিওপিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসে কর্মকর্তা/কর্মচারীবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন।
চিত্র প্রদর্শনী’ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে প্রথমে ইথিওপিয়ার সরকারের সংস্কৃতি ও খেলাধূলা বিষয়ক প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত জনাব মেসফিন চ্যারিনেট উক্ত চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সকলের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন। রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর ঐহিতাসিক নেতৃত্ব ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বাধীন সরকারের গৃহীত বিভিন্ন কর্মকান্ডের প্রেক্ষিতে বাংলাদেশের চলমান উন্নয়ন এবং অব্যাহত অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
রাষ্ট্রদূত ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আয়োজিত এ সম্বর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ এবং ইথিওপিয়ার মধ্যে ঐতিহাসিকভাবে সাড়ে পাঁচশত বৎসরের পুরানো বিদ্যমান উষ্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের উপর আলোকপাত করেন। ভবিষ্যত দিনগুলোতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরপর ইথিওপীয় সরকারের সংস্কৃতি ও খেলাধূলা বিষয়ক প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত মেসফিন চ্যারিনেট, প্রধান অতিথির ব্যক্তব্যে ইথিওপীয় চিত্রশিল্পী ও বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহের প্রতি রাষ্ট্রদূত ও দূতাবাসের সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশ দূতাবাস ও সহযোগী গ্যালারী মাকোস এর পক্ষ থেকে ইথিওপীয় প্রধানমন্ত্রী আবি আহমেদ-এর একটি প্রতিকৃতিও সংস্কৃতি ও খেলাধূলা বিষয়ক প্রতিমন্ত্রীকে উপহার দেয়া হয়। অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকটি প্রতিকৃতি, ১৯৭১ সালের মুক্তিসংগ্রাম, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, ঐহিত্যবাহী দশর্নীয় স্থাপত্য উপর এবং বেশ কয়েকটি অঙ্কিত চিত্র প্রদর্শন করা হয়।
বাংলাদেশের অর্থনীতি, প্রাকৃতিক সৌন্দর্য, রপ্তানীযোগ্য পণ্য, উন্নয়নের বর্তমান ধারা, ডিজিটাল বাংলাদেশ বাতবায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপসমূহের উপর রচিত বিভিন্ন পোস্টার, সাময়িকী, বই, বুলেটিন ও লিফলেট প্রদর্শনসহ বিতরণ করা হয়। ইথিওপিয়ান প্রিন্ট এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমসমূহ অত্যন্ত গুরুত্ব সহকারে বাংলাদেশের মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ চিত্র প্রদর্শনী সংক্রান্ত সংবাদ প্রচার করে।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ