রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সাব রেজিস্টার অফিসসমূহের অডিট আপত্তির বিষয়ে ব্যবস্থা নিয়ে নিষ্পত্তির সুপারিশ
সাব রেজিস্টার অফিসসমূহের অডিট আপত্তির বিষয়ে ব্যবস্থা নিয়ে নিষ্পত্তির সুপারিশ
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২১: একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৮ ও ৫৯ তম বৈঠক কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আব্দুস শহীদ, মোঃ শহীদুজ্জামান সরকার, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন এবং আহসানুল ইসলাম টিটু অংশগ্রহণ করেন।
বৈঠকে সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৫,৫৬,৫৭ তম বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণ করা হয়।
প্রতিরক্ষা অডিট অধিদপ্তর কর্তৃক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (সশস্ত্র বাহিনী বিভাগ) প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর এর ২০১৭-২০১৮ অর্থবছরের বার্ষিক অডিট রিপোর্ট (২০১৫-২০১৬ ও ২০১৬-২০১৭) ‘প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর এর ২০১৫-২০১৬ ও ২০১৬-২০১৭ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বার্ষিক অডিট রিপোর্ট ২০১৭-২০১৮’ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১ থেকে ৮ পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সাংবিধানিক প্রতিষ্ঠান অডিট অধিদপ্তর এর আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এর সাব রেজিস্টার অফিসসমূহের ২০১২-২০১৪ হতে ২০১৫-২০১৬ অর্থবছরের বার্ষিক অডিট রিপোর্ট (২০১৬-২০১৭) ‘আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সাব রেজিস্টার অফিসের ২০১৩-২০১৪ হতে ২০১৫-২০১৬ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বার্ষিক অডিট রিপোর্ট ২০১৬-২০১৭’ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ১ থেকে ৬ পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জমির শ্রেণি পরিবর্তন করে রেজিস্ট্রেশন করায় রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য শুল্ককরাদি কম আদায় করায় সরকারের রাজস্ব ক্ষতির অডিট আপত্তিতে কমিটি ভবিষ্যতে ভূমি মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে নামজারি যাতে যথাযথভাবে করা হয় সে বিষয়ে সুপারিশ করে এবং আপত্তিকৃত টাকা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ও অনিয়ম চিহ্নিত করে প্রতিকারের উপায় উল্লেখ করার সুপারিশ করে।
বৈঠকে উত্থাপিত অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে সিএজি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক, প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক, আইজিআরের মহাপরিদর্শক, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।