রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রোনালদোর গোলে ইউনাইটেড, সালাহর গোলে জিতল লিভারপুল
রোনালদোর গোলে ইউনাইটেড, সালাহর গোলে জিতল লিভারপুল
ওলে গানার সোলশায়ারকে হটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব দেওয়া হয়েছিল জার্মান ফুটবল কোচ রালফ রাংনিককে। কোচিং জগতের এই গডফাদারের নেতৃত্বে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতল ইংলিশ ক্লাবটি।
তবে ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (১১ ডিসেম্বর) লিগ টেবিলের তলানির দল নরউইচ সিটির বিপক্ষে খেলতে নেমেও শুরুটা তেমন ভালো ছিল না। তবে শেষ দিকে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টিতে জয়ের দেখা পায় ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে তাদের জয় ১-০ গোলের ব্যবধানে।
এদিকে এ জয়ের মধ্য দিয়ে লিগ টেবিলে আর্সেনালকে হটিয়ে পঞ্চম স্থানে রোনালদোরা। এর আগে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার পর বুধবার (৮ ডিসেম্বর) রাতে ইয়ং বয়েজের বিপক্ষে ১১ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেনি ম্যানইউ। ইয়ং বয়েজের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে রেড ডেভিলরা।
আর তাই শনিবারের ম্যাচে আবারও মূল একাদশ নিয়ে মাঠে নামে দল। যদিও ম্যাচের প্রথম ৩০ মিনিটে রেড ডেভিলদের আক্রমণে তেমন ধার ছিল না। চতুর্দশ মিনিটে অবশ্য গোল পেতে পারত দলটি, তবে ডি-বক্সের একটু দূর থেকে আলেক্স তেলেসের ফ্রি-কিক প্রতিপক্ষের জাল ভেদ করতে গিয়েও শেষ পর্যন্ত করেনি।
প্রথমার্ধে নির্জীব নরউইচ সিটি ম্যাচের ৫৬তম মিনিটে লিড নেওয়ার দারুণ একটি সুযোগ পায়। তবে সে সুযোগও তারা নষ্ট করে। এরপর ৭৫তম মিনিটে স্পট কিকে গোল করেন রোনালদো।
ছয় গজ বক্সের মুখে তাকেই ডিফেন্ডার ম্যাক্স অ্যারন্স ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আসরে ১৩ ম্যাচে পর্তুগিজ তারকার এটি সপ্তম গোল।
অথচ ইয়ং বয়েজের বিপক্ষে মাঠে নামানো হয়নি রোনালদোকে। এমনকি বেঞ্চেও ছিলেন না সি আর সেভেন। আর প্রত্যাবর্তনের ম্যাচে খেলতে নেমেই জয়সূচক গোলটিই করলেন তিনি।
অন্যদিকে, অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচটিতে একমাত্র জয়সূচক গোলটি করেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ৬৭ মিনিটের সময় পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।
এদিকে, দিনের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। এ ছাড়া দুই নম্বরে সালাহর লিভারপুর। আর লিডস ইউনাইটেডকে ৩-২ গোলে হারানো চেলসি আছে তৃতীয় স্থানে। অন্যদিকে, চতুর্থ অবস্থান ওয়েস্ট হ্যামের। আর দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে রোনালদোর ইউনাইটেড।