শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সৌদি যুবরাজের কুয়েত সফর
সৌদি যুবরাজের কুয়েত সফর
রিয়াদে অনুষ্ঠিতব্য জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) সম্মেলন উপলক্ষ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার কুয়েত সফর করেছেন।
মধ্যপ্রচ্যের দেশগুলোর এ সম্মেলন আগামী ১৪ ডিসেম্বর সৌদির রাজধানীতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ৪র্থ দফা এ সফরে বের হলেন সৌদি যুবরাজ। খবর আরব নিউজের।
এর আগে ২০১৫ সালে তিনি ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে কুয়েত সফর করেছিলেন। পরে ২০১৭ সালে ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব পাওয়ার পর ২০১৮ সালে কুয়েত সফর করেন।
কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল-জাবের আল-সাবাহ ৬ মাস আগে সৌদি আরব সফর করে আসেন।
দুই দেশের বন্ধুত্বকে অটুট রাখতে এবং রিয়াদে অনুষ্ঠেয় জিসিসি সম্মেলনে কুয়েতের অংশগ্রহণ নিশ্চিত করতে সৌদি যুবরাজের এ সফর।
শুক্রবার কয়েত সিটিতে পৌঁছালে যুবরাজ শেখ মিশাল সৌদি যুবরাজকে অভ্যর্থনা জানান। পরে তার সঙ্গে কুয়েতের আমির শেখ নাওয়াজ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ সাক্ষাৎ করেন।