শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায়
উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিদিনই কমছে তাপমাত্রা। গত ৩০ নভেম্বর হতে ১২ দিনে ১১ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ১১ থেকে ১৪ ডিগ্রিতে ওঠানামা করছে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত দশদিন ধরে ২৭ থেকে ২৯ ডিগ্রি।
পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সকাল নয়টা পর্যন্ত শীত নিবারণের জন্য আগুন পোহাতে হচ্ছে নিম্নআয়ের মানুষদের। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে কুয়াশা মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না। এতে গরম কাপড় ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না। দুপুরে শীতের পোষাক পরে চলাফেরা করতে হয় পঞ্চগড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বেড়ে যায় কিন্তু বিকেল গড়াতেই তাপমাত্রা কমে গিয়ে শীতের আমেজ শুরু হয়। নিম্ন আয়ের মানুষের দূর্ভোগও দিন দিন বাড়ছে।
আবহাওয়া অফিস বলছে প্রতি মৌসুমে অন্যান্য জেলার তুলনায় এই জেলায় শীতের তীব্রতা বেশি। বর্তমানে যে শীত অনুভূত হচ্ছে তাপমাত্রা আরও কমে গিয়ে দিন দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি তবে দিনের বেলায় সর্বোচ্চ ২৭ থেকে ২৯ ডিগ্রিতে ওঠানামা করছে গত সাতদিন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের হিমেল বাতাস বেশিরভাগ সময়ে বয়ে যায় পঞ্চগড় জেলায়। শনিবার সকালে পৌরসভা এলাকার নিমনগড়ের বাসিন্দা রফিকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, ভোরে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। ঠান্ডার কারণে সকালে লোকজন কমে গেছে। এ জন্য আমাদের আয় কমে গেছে।
তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষনাগড় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আবহাওয়া অফিসের বরাদ দিয়ে আরটিভি নিউজকে জানিয়েছেন, তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে। মাঘ মাসের শুরুতে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহের সম্ভাবনাও রয়েছে।