শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আন্দালুসিয়ার স্থাপত্যশৈলীতে দুবাইয়ে নতুন মসজিদ
আন্দালুসিয়ার স্থাপত্যশৈলীতে দুবাইয়ে নতুন মসজিদ
আন্দালুসিয়ার ঐতিহ্যবাহী স্থাপনার স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে দুবাইয়ের মদিনাত বদর মসজিদ। দুবাই ইসলামিক ব্যাংকের তত্ত্বাবধানে মুহাইসনা শহরে অবস্থিত মসজিদটি নির্মাণ করা হয়। গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এর উদ্বোধন হয়েছে।
দ্য ন্যাশনাল নিউজের খবরে জানা যায়, নতুন এ মসজিদে ১৬ শর বেশি মুসল্লি নামাজ পড়তে পারবেন। দ্রুততর সময়ে তা শহরের মানুষের হৃদয়ে স্থান করে নেবে বলে অনেকের আশা। উদ্বোধনের দিন থেকে তা সাধারণদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
দুবাই ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও দুবাইয়ের রাজকীয় আদালতের প্রধান মুহাম্মদ ইবরাহিম আল শায়বানি এবং দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগের মহাপরিচালক ড. হামিদ আল শেখ আহমদ আল শায়বানিসহ অন্যান্য বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মসজিদের স্থাপত্যশৈলী মুগ্ধ করবে দর্শকদের। স্পেনের মুসলিম শাসনামলের ঐতিহ্যবাহী স্থাপনার অনুসরণ করা হয় তাতে। আন্দালুসিয়া শাসনামলের গ্রানাডার বিভিন্ন দুর্গ, আল হামরা প্রাসাদের স্থাপত্যশৈলী অনুকরণ করে মদিনাত বদর মসজিদ নির্মাণ করা হয়েছে।
ল্যান্ডস্কেপ বাগানের মধ্যে স্থাপিত মসজিদটি যে কাউক আকর্ষণ করবে। পোড়ামাটি ও টাইলসের মেঝে ও ছাদের স্থাপত্যশৈলী মুগ্ধ করে সবাইকে। তা ছাড়া পরিবেশবান্ধব মসজিদ হিসেবে এর সৌন্দর্য বিমোহিত করবে সবাইকে। ভেতরের আরবি ক্যালিগ্রাফি ও অপরূপ গম্বুজের চিত্র অপরূপ আভিজাত্যের প্রতীক।
দুবাই ইসলামিক ব্যাংক এক বিবৃতিতে জানায়, ২০২১ সালে মধ্যপ্রাচ্যের সেরা আবাসিক ও মিশ্র-ব্যবহারের উন্নয়নে মাদিনাত বাদর স্থান করে নিয়েছে। স্থানটি দুবাইয়ের প্রাণবন্ত শহুরে দৃশ্যের সর্বশেষ সংযুক্তি, যা স্থাপত্য সৌন্দর্যের মাইলফলক স্পর্শের মধ্য দিয়ে এ প্রকল্পের বিশাল কর্মযজ্ঞ সমাপ্ত করেছে।
এর আগে গত সেপ্টেম্বরে দুবাইয়ের ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি নতুন মসজিদ তৈরি করে। হাত্তা এলাকার এ মসজিদে প্রায় ২৬.৫ শতাংশ শক্তি ও ৫৫ শতাংশ পানি সংরক্ষিত হয়। এ ছাড়া সৌর ফটোভোলটাইক প্যানেল এবং সেচ ও পরিষ্কারের জন্য পানির পুনর্ব্যবহার ব্যবস্থাপনা ইউনিট আছে।
সূত্র : দ্য ন্যাশনাল নিউজ।