বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জ থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
রূপগঞ্জ থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
‘পুলিশই জনতা, জনতাই পুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে রূপগঞ্জ থানা পুলিশের ওপেন হাউজ ডে।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জ থানা প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
এ সময় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আমীর খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, মাদক নির্মূলে জন প্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী, কিশোরগ্যাং, ও সন্ত্রাসী কর্মকান্ডসহ কোন ধরনের অপরাধীকে ছাড় দেয়া হবে না। সমাজ থেকে এ ধরণের অপরাধ দূর করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান বক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।