বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার ঢাকা সেনা সদরদপ্তরে তিনি সাক্ষাৎ করতে আসেন।
সন্ধ্যায় আন্তঃবাহিনী বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এসময় সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাতের জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, ফিলিস্তিনের সাতজন ক্যাডেট বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন, যারা আগামী ১২ ডিসেম্বর কমিশন লাভ করবেন।