বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » স্পীকারের সাথে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা’র সৌজন্য সাক্ষাৎ
স্পীকারের সাথে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা’র সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ০৮ ডিসেম্বর, ২০২১: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সাদিয়া ফয়জুন্নেসা আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, অর্থনৈতিক কূটনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্পীকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে ব্রাজিল-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব। ব্রাজিলের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে রাষ্ট্রদূতকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাদিয়া ফয়জুন্নেসা বলেন, ব্রাজিলের জনগণের বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি সম্পর্কে ইতিবাচক ধারনা রয়েছে- যা বাংলাদেশের জন্য গৌরবের। তিনি ব্রাজিলে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ‘ট্রেড অফিস’ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।