সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে তরুণীর অনশন
বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে তরুণীর অনশন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুরি গ্রামে এক কলেজছাত্রী প্রেমিকের বিয়ের সংবাদ শুনে গত ২ দিন ধরে তার বাড়িতে অনশন করছেন।
রোববার (২৯ আগস্ট) বিকেলে এই অনশনের খবর জানা যায়। এদিকে ওই কলেজ ছাত্রী আল্টিমেটাম দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবে।
স্থানীয় সূত্র জানায়, প্রেমিক গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুরি গ্রামের মজলু মিয়ার ছেলে রানা। তিনি একটি সরকারি চাকরি করেন। তার বর্তমান কর্মস্থল নরসিংদী জেলার কোনো এক থানায়। তিনি পাশের মাওহা ইউনিয়নের তাতীর পায়া গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলেন।
কলেজছাত্রী জানান, রানা বিয়ের প্রলোভনে তার সঙ্গে একাধিকবার শারীরিক সর্ম্পকও তৈরি করেন। একপর্যায়ে হঠাৎ করে রানা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বাড়িতে না পাওয়ায় ও মোবাইল বন্ধ থাকায় খোঁজ নিয়ে জানতে পারেন রানা খুব শিগগিরই তার চাচাতো বোনকে বিয়ে করবেন। লাকডাউনের কারণে এতোদিন বিয়ে সম্পন্ন হয়নি। এ ঘটনা জানতে পেরে তিনি গত দুইদিন আগে রাতে নিজের বাড়ি ছেড়ে প্রেমিক রানার বাড়িতে এসে অবস্থান নেন। তখন রানা উপস্থিত থেকে জানিয়ে দেন পরিবারের সম্মতি ছাড়া তাকে বিয়ে করা সম্ভব নয়। এই কথায় তিনি রানার ঘরে প্রবেশ করে অনশন শুরু করেন বিয়ে দাবিতে।
তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি রানা তাকে বিয়ে না করে তবে তার কাছে থাকা বিষ খেয়ে আত্মহত্যা করবেন। এই জন্য রানাই দায়ী থাকবেন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ধরণের খবর পেয়েছি। তবে এবিষয়ে ওই নারীর পক্ষ থেকে অভিযোগ না পেলে কোনো পদক্ষেপ নেয়া যাবে না।