মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » চা শ্রমিকদের মুজরী বৃদ্ধির বিষয়ে আলোচনার সিদ্ধান্ত
চা শ্রমিকদের মুজরী বৃদ্ধির বিষয়ে আলোচনার সিদ্ধান্ত
‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চা শ্রমিকদের মুজরী বৃদ্ধির বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিটির সভাপতি মোঃ মুজিবুল হকের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম চৌধুরী এবং শামসুন নাহার সভায় অংশগ্রহণ করেন।
সভায় ১৫তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। এছাড়া ১৫তম সভার সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।
বিজয়ের এই মাসে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পবিরারের সদস্য যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রী এস.ডি.জি প্রোগ্রেস এওয়ার্ড পাওয়ায় সভায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।
বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এবং চা বাগান মালিক প্রতিনিধি চা শ্রমিক মুজুরী বৃদ্ধিকরন বিষয়ে মতামত প্রদান করেন। এ বিষয়ে বলা হয়, পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধান, চা বাগান মালিক প্রতিনিধি, বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।