মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের দুই আসামি আটক
কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের দুই আসামি আটক
কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সোহেল ওরফে জেল সোহেল (২৮) ও ১০ নম্বর আসামি সায়মন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক পরিমল দাস জানান, কুমিল্লার পাথুরিয়াপাড়ায় প্রকাশ্যে গুলি করে প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল ও ১৭ নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে সোমবার রাতে আদর্শ সদর উপজেলার পালপাড়া সেতু এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেপ্তারকৃত সোহেল ওরফে জেল সোহেল নবগ্রাম এলাকার শাহ আলমের ছেলে ও সায়মন একই এলাকার মৃত সামসুল হকের ছেলে। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে কার্যালয়ে গুলি করে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে খুন করা হয়। এ সময় আরও ৪ জন গুলিবিদ্ধ হয়।
জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত ৯ আসামিকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মূল আসামি শাহ আলমসহ তিন জন নিহত হয়েছে।