সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | পরিবেশ ও পর্যটন | শিরোনাম » ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় অতিবৃষ্টি, দুর্ভোগে জনজীবন
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় অতিবৃষ্টি, দুর্ভোগে জনজীবন
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে রোববার (৫ ডিসেম্বর) রাত থেকে দেখা দিয়েছে অতিবৃষ্টি। ঘর থেকে বের হতে পারছে না মানুষ। এর ফলে নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছে। তার সঙ্গে বেড়েছে শীতের প্রভাব।
ঘন কুয়াশা ও কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরাবাসীর জনজীবন। নিম্নচাপের প্রভাবে গত তিন দিনে সূর্যের দেখা মেলেনি।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় গত রোববার (৫ ডিসেম্বর) থেকেই মেঘাচ্ছন্ন আকাশে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৈরী আবহাওয়ায় সোমবারও (৬ ডিসেম্বর) একই অবস্থা বিরাজ করছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। বিপাকে রয়েছে স্থানীয় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। সকাল ১০টায়ও বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে। জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে আগামী দু-একদিন দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এলাকায় ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে।