সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বাড়ি থেকে পালিয়ে রেনু থেকে রোজিনা
বাড়ি থেকে পালিয়ে রেনু থেকে রোজিনা
ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার আসক্তি ছিল। মানুষ কত কিছুই ভালোবাসে, কিন্তু তার মননে ছিল শুধুই সিনেমা। নিজের স্বপ্ন পূরণে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। সিনেমাকে তিনি জায়গা দিয়েছিলেন হৃদয়ের গভীরে।
সেই ভালোবাসার পূর্ণতা পায় আশির দশকে শেষ সময়। তিনি হয়ে উঠেন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা। তার নাম রওশন আর রেনু। তবে রোজিনা নামেই বেশ পরিচিত তিনি। রেনু থেকে রোজিনা হয়ে উঠার গল্পটা বেশ মজার ছিল বলে জানান তিনি।
রোজিনা বলেন, ‘জানোয়ার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। শুটিং দেখতে গিয়েছিলাম। সূচরিতা ম্যাডাম, ওয়াসিম ভাই ছিলেন। তারা নাচ করছিলেন। তখন একজন বলল, আসো একটা শট দাও। হেঁটে ট্রে নিয়ে যাওয়ার শট ছিল আমার। শট থেকে করে ১০ টাকা পেয়েছিলাম। আমরা অবাক হয়েছিলাম। কারণ আমি জানতামও না সিনেমায় অভিনয় করলে টাকা পাওয়া যায়।
আরও একবার সেই আশির দশকের রোজিনার দেখা মিলল। অবাক হলেও রোজিনা একেবারেই নিজের ভিন্ন লুকে হাজির হয়েছেন, যেখানে তিনি ব্রাইডাল সেজেছিলেন। নিজের এই ভিন্ন লুক নিয়ে রোজিনা জানান, নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছেন তিনি।
ব্রাইডাল ছাড়াও ওয়েস্টার্ন লুকে দেখা যায় রোজিনাকে। তানজিল জনির স্টাইল ও কোরিওগ্রাফির ছোঁয়ায় এই লুক পেয়েছেন তিনি। মেকওভার করেছেন নিলয়। টিকটকের মাধ্যমে জনিকে খুঁজে পান রোজিনা। পরেই তিনিই জানান, জনির হাতে সাজতে চান তিনি। নায়িকার ভাষায়, ‘টিকটক দেখে আমি নিজেই ওকে ফোন করেছিলাম। ও খুব নিষ্ঠার সঙ্গে কাজ করে। ওর কাছে ঐতিহ্য, আধুনিকতা আছে। কাজগুলো ভালো লেগেছে। তখনই ইচ্ছা হলো ওকে নিয়ে একটি কাজ করার।’
‘ফিরে দেখা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি গত মার্চে রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে ছবির সিংহভাগ শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন এ অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি অভিনয়ও করেছেন।