শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বুন্দেসলিগা: লিওয়ানদোস্কির দুই গোলে বরুশিয়াকে পরাজিত করেছে বায়ার্ন
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বুন্দেসলিগা: লিওয়ানদোস্কির দুই গোলে বরুশিয়াকে পরাজিত করেছে বায়ার্ন
৩৭৭ বার পঠিত
রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুন্দেসলিগা: লিওয়ানদোস্কির দুই গোলে বরুশিয়াকে পরাজিত করেছে বায়ার্ন

---

রবার্ট লিওয়ানদোস্কির জোগা গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন মিউনিখ। পিছিয়ে পড়েও বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে পরাজিত করে বুন্দেসলিগা টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়াকে চার পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছে বেভারিয়ান্সরা। ম্যাচে জোড়া গোল করেছেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি।
সিগন্যাল ইডুনা পার্কে স্বাগতিকদের হয়ে গোল করেছেন জুলিয়ান ব্র্যান্ডেট ও আর্লিং হালান্ড। ৯ মিনিটে লিওয়ানদোস্কি সমতা ফেরানোর পর কিংসলে কোম্যান ৪৪ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর ৭৭ মিনিটে স্পট কিক থেকে দলের দারুন এক জয় নিশ্চিত করেন লেভা। ম্যাটস হামেলসের হ্যান্ডবলে প্রাপ্ত পেনাল্টি থেকে গোলটি করেন এই পোলিশ তারকা। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেছেন ডর্টমুন্ড কোচ মার্কো রোস।
ম্যাচ শেষে বায়ার্নের অভিজ্ঞ ফরোয়ার্ড থমাস মুলার বলেছেন, ‘প্রথমার্ধে আমাদের আরো বেশী গোলে এগিয়ে যাওয়া উচিৎ ছিল। জয়ের ব্যপারে শেষ মুহূর্ত পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না। কিন্তু লড়াইয়ের দিক থেকে দেখলে পুরো ম্যাচেই সেটা বজায় ছিল।’
ডর্টমুন্ডের বিপক্ষে এটি বায়ার্নের টানা সপ্তম জয়। এর মধ্যে রয়েছেন পাঁচটি বুন্দেসলিগা ও দুটি জার্মান সুপার কাপ ম্যাচ। লিওয়ানদোস্কির স্পট কিকের পরপরই মার্কো রিউসের ফাউলের বিপরীতে ডর্টমুন্ড পেনাল্টির আবেদন করে সফল হতে না পারায় অসন্তুষ্টি প্রকাশ করেছে।
এর আগে ম্যাচের পাঁচ মিনিটে দারুন এক শটে ডর্টমুন্ডকে এগিয়ে দেন ব্র্যান্ডেট। চার মিনিট পর হামেলসের ভুলে লিওয়ানদোস্কি সাবেক ক্লাবের বিপক্ষে মুলারের পাস থেকে সমতা ফেরান। ডর্টমুন্ডের রক্ষনভাগের আরো একটি ভুলের সুবাদে বিরতির ঠিক আগে কোম্যান দুর্দান্ত শটে বায়ার্নকে এগিয়ে দেন।
বিরতির মাত্র ১২০ সেকেন্ডের মধ্যে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন হালান্ড। ফলে সমতায় ফিরে ডর্টমুন্ড। লুকাস হার্নান্দেজের বিপক্ষে অধিনায়ক মার্কো রেয়াসের ফাউলের বিপক্ষে পেনাল্টি না পাওয়াটা ছিল ডর্টমুন্ডের দূর্ভাগ্য। বিপরীতে হামেলসের হ্যান্ডবল ভিএআর নিশ্চিত হবার পর পেনাল্টি উপহার পায় বায়ার্ন। স্পট কিক থেকে লিওয়ানদোস্কি কোন ভুল করেননি। স্টপেজ টাইমে বায়ার্ন মিডফিল্ডার কোরেনটিন টোলিসো সহজ সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধান হয়তো বাড়তে পারতো।
ডর্টমুন্ডের বিপক্ষে এটি ছিল ১৫ বুন্দেসলিগা ম্যাচে লিওয়ানদোস্কির ২২তম গোল। ২০১৪ সালে তিনি ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে পাড়ি জমিয়েছিলেন।
এর আগে দিনের শুরুতে চেক রিপাবলিকের স্ট্রাইকার প্যাট্রিক শিকের দ্বিতীয়ার্ধের চার গোলে তলানির ক্লাব গ্রেথার ফুয়ের্থকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে তৃতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেন। বুন্দেসলিগার কোন ম্যাচে এক অর্ধে লেভারকুজেনের প্রথম খেলোয়াড় হিসেবে চার গোল করার রেকর্ড গড়লেন শিক।
ম্যাচ শেষে শিক বলেছেন, ‘প্রথমার্ধে আমি একটি শটও পোস্টে মারতে পারিনি। কিন্তু দ্বিতীয়ার্ধ যেন আমার জন্যই অপেক্ষা করছিল। এর আগে লেভারকুজেনের হয়ে দুই গোল করেছেন আমিনে আদলি ও এডমন্ড টাপসোবা। ৩৩ মিনিটে জেরেমি ডুজিয়াক ফুয়ের্থের হয়ে এক গোল পরিশোধ করেন। এরপর লেভারকুজেনের পাঁচ গোলেই শিকের অবদান রয়েছে। বিরতির ঠিক আগে শিকের এসিস্টে ইকুয়েডরের পিয়েরো হিসকেপি গোল করেন। এরপর মাত্র ২৭ মিনিটে চার গোল করে শিক অনন্য এক রেকর্ড গড়েন।
এবারের মৌসুমে এনিয়ে ১১ লিগ ম্যাচে ১২ গোল করেছেন শিক। ১৬ গোল করে এই তালিকায় শিকের থেকে এগিয়ে রয়েছেন লিওয়ানদোস্কি।
দিনের অপর ম্যাচগুলোতে উল্ফসবার্গ ৩-০ গোলে মেইঞ্জকে, হফেনহেইম ৩-২ গোলে এইনট্রাক্ট ফ্রাংকফুর্টকে পরাজিত করেছে। এই জয়ে হফেনহেইম টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। তৃতীয় স্থানে থাকা লেভারকুজেনের থেকে তাদের পয়েন্টের ব্যবধান এখন মাত্র চার।



আর্কাইভ