শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চট্টগ্রামে বাস-ট্রেন-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চট্টগ্রামে বাস-ট্রেন-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
৩৫৫ বার পঠিত
শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে বাস-ট্রেন-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

---

চট্টগ্রামের ঝাউতলায় বাস, ডেমু ট্রেন ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। অন্যজন শিশু।

শনিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহত দুইজনের মধ্যে পুলিশ কনস্টেবল মো. মনিরের নাম জানা গেছে। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহত শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আহতদের নামপরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাদালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ওই এলাকার সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।



আর্কাইভ