মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন’ সাব-কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত
জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন’ সাব-কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত
ঢাকা, ৩০ নভেম্বর ২০২১: ইউএনএফপিএ (UNFPA)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি (Strengthening Parliament’s Capacity in Population and Development Issues) প্রকল্পের আওতায় গঠিত ‘জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন’ সাব-কমিটির ১৪তম সভা সাব-কমিটির আহবায়ক জাতীয় সংসদের হুইপ মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি এমপি-এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সাব-কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি, ফখরুল ইমাম এমপি এবং সৈয়দা রুবিনা আক্তার এমপি অংশগ্রহণ করেন।
সভায় ‘জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন’ সাব-কমিটির ১৩তম সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়।
‘জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন’ সাব-কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমুহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়।
বৈঠকে এসপিসিপিডি প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত খসড়া পলিসি পেপার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় Enhancing female labour force participation through skill and human capital development বিষয়ে তথ্য, উপাত্ত উপস্থাপন করা হয় এবং বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
সাব-কমিটি ইতোপূর্বে যে সকল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সহিত বৈঠক করেছে, সে সকল সংসদীয় স্থায়ী কমিটির গৃহীত পদক্ষেপ মনিটরিং করার জন্য সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর), যুগ্ম-সচিব (এল.এস.), এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এম এ কামাল বিল্লাহ, ইউএনএফপিএ এর প্রতিনিধি জাকিউর রহমান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন