সোমবার, ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » সেনাপ্রধানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ও তুরস্কের নৌ প্রধানের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ও তুরস্কের নৌ প্রধানের সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজবাল। সোমবার (২৯ নভেম্বর) সেনাবাহিনীর সদর দফতরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশ, জাপান এবং তুরস্কের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাতের জাপানের রাষ্ট্রদূত এবং তুরস্কের নেভাল ফোর্স কমান্ডার নৌ বাহিনীর প্রধানকে ধন্যবাদ জানান।