শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কুমিল্লায় জোড়া খুন: আরও দুই আসামি গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কুমিল্লায় জোড়া খুন: আরও দুই আসামি গ্রেপ্তার
৪৭৬ বার পঠিত
সোমবার, ২৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুমিল্লায় জোড়া খুন: আরও দুই আসামি গ্রেপ্তার

---

কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের ঘটনায় জিসান ও রাব্বি ইসলাম ওরফে অন্তু নামে আরও দু’জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়। এর আগে রোববার (২৮ নভেম্বর) রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজানগর পূর্বপাড়া এলাকার নুর আলীর ছেলে। তিনি হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। অপর আসামি রাব্বি ইসলাম ওরফে অন্তু নগরীর সংরাইশ পশ্চিমপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে।

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুহান সরকার জানান, কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত পাঁচজন এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও একজনকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি শাহ আলমসহ অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

গত ২২ নভেম্বর বিকেলে নগরীর সুজানগর সংলগ্ন পাথুরিয়াপাড়া এলাকায় মেসার্স থ্রি স্টার এন্টারপ্রাইজে প্রকাশ্য দিবালোকে গুলি করে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং তার সহযোগী হরিপদ সাহাকে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ জনসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করেন।



আর্কাইভ