রবিবার, ২৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভয়াবহ বন্যায় বিপর্যস্ত তামিলনাড়ু, মৃতের সংখ্যা বেড়ে ৮
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত তামিলনাড়ু, মৃতের সংখ্যা বেড়ে ৮
ভারতের তামিলনাড়ুতে ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।
এরই মধ্যে ১০ হাজারের বেশি বাসিন্দাকে আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়েছে। পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি ২২টি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার দেশটির আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত তামিলনাড়ুতে ভারি বর্ষণ অব্যাহত থাকবে।
ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যায় পানির নিচে তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলা। এর মধ্যে পাঁচটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
অব্যাহত বৃষ্টিতে রাস্তাঘাটসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে ৫০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি। নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার। স্থাপন করা হয়েছে ৩ হাজারের বেশি অস্থায়ী আশ্রয় শিবির। এখন পর্যন্ত অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগকবলিত কয়েক হাজার মানুষকে এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, জলাবদ্ধতার কারণে গত দু-তিন সপ্তাহ ধরে আমরা সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছি। রাস্তাঘাট সব ডুবে আছে। আমরা কোনো কাজই করতে পারছি না। বাড়ির বাইরে বের হতে পারছি না। খাবার সংকট তো আছেই। আবার অনেক এলাকায় বিদ্যুৎ নেই।
চেন্নাইসহ বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিতে মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বেশির ভাগই জায়গাতে দেয়াল ধসে মারা গেছেন বেশ কয়েকজন।
চেন্নাই আবহাওয়া বিভাগের কর্মকর্তা ফনিন্দ্র রেড্ডি জানান, বেশির ভাগ দুর্ঘটনা দেয়াল ধসের কারণে হচ্ছে। এখানে অসংখ্য মাটির ঘর আছে। সতর্ক করা সত্ত্বেও তারা নিরাপদ আশ্রয়ে না গিয়ে বাসা পড়ে থাকছে। সে কারণে দুর্ঘটনায় বার বার প্রাণহানি ঘটছে।
বেশির ভাগ দুর্ঘটনাই দেয়াল ধসের কারণে হচ্ছে। এখানে অসংখ্য মাটির ঘরও আছে। সতর্ক করা সত্ত্বেও তারা নিরাপদ আশ্রয়ে না গিয়ে বাসায় পড়ে থাকছে। সে কারণে বারবার দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে।