শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কে একইরাতে দুই তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কে একইরাতে দুই তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
২৮৪ বার পঠিত
রবিবার, ২৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কে একইরাতে দুই তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

---

নারায়ণগঞ্জের ফতুল্লায় খাবারের সেঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে অচেতন করে একই রাতে দুই তরুণীকে ধর্ষণ করেছে এক যুবক। ধর্ষণের শিকার ‍দুই তরুণী গার্মেন্টস কর্মী এবং তারা দুইজন বান্ধবী। এ ঘটনায় পুলিশ ধর্ষক দেলোয়ার হোসেন (২৮)কে ফতুল্লা মডেল থানা পুলিশ রোববার (২৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তার করেছে।

এর আগে ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের মোঃ ফজলুল হকের পুত্র ও ফতুল্লা থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের মান্নানের বাড়ীর ভাড়াটিয়া।

মামলার তথ্যমতে, বাদী ও তার এক বান্ধবী মদিনা নীট কনসার্ন গ্রুপের একটি গার্মেন্টসে কর্মরত । দেলোয়ার হোসেন তার স্ত্রী ও সন্তান নিয়ে ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের মান্নানের বাড়ীতে ভাড়ায় বসবাস করতো। সাবেলেট হিসেবে বাদী ও তার বান্ধবী দেলোয়ারের পরিবারের সাথে বসবাস করতো। গত ৭ দিন পূর্বে দেলোয়ার হোসেনের সঙ্গে তার স্ত্রী’র ঝগড়া হয়। এতে করে দেলোয়ারের স্ত্রী রাগ করে বাসা থেকে চলে যায়। ফলে বাসায় সে একা থাকতো।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে বাদী এবং তার বান্ধবী কাজ শেষ করে বাসায় ফিরে এসে ঘরে থাকা রান্না করা খিচুড়ী খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু বাসায় একা থাকার সুযোগকে কাজে লাগিয়ে তাদের রান্না করা খিচুড়ীতে পূর্বেই চেতনাশক ঔষধ মিশিয়ে রাখে। যার ফলে খিচুড়ী খাওয়ার সাথে সাথেই তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এই সুযোগে লম্পট দেলোয়ার তাদের দুই বান্ধবী কে তাদের অজ্ঞাতসারে ধর্ষণ করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্ত ধর্ষক দেলোয়ারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মেয়ে দুটিকে পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে বলে তিনি জানান।



আর্কাইভ