শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চিটাগাং চেম্বারের বিসিই ও কক্সবাজার চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চিটাগাং চেম্বারের বিসিই ও কক্সবাজার চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
৪১৯ বার পঠিত
শনিবার, ২৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিটাগাং চেম্বারের বিসিই ও কক্সবাজার চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

---

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর ইনিশিয়েটিভ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) এবং কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিসিই’র পক্ষে চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মাহবুুবুল আলম এবং কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষে সভাপতি আবু মোরশেদ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার চেম্বার পরিচালক মোহাম্মদ আবু হানিফ ও শামসুল ইসলাম হেলালী এবং চিটাগাং চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও বিসিই’র সিইও ওয়াসফি তামিম উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরকালে বিসিই’র চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বলেন, কক্সবাজারের আশেপাশে যে সকল মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তা এই জেলাকে চট্টগ্রাম বিভাগের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করবে। তবে এই সুবিধা কাজে লাগাতে এই জেলার বেসরকারি খাত এবং জনশক্তিকে গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষভাবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বিসিই এবং কক্সবাজার চেম্বারের মধ্যে এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো কক্সবাজার জেলায় বসবাসকারী সুবিধাবঞ্চিত বিশেষ করে উপজাতি তরুণ-সিএমএসএমই উদ্যোক্তা ও সব ধরণের বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কক্সবাজারের বেসরকারি খাতকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে কাজ করা। চেম্বার সভাপতি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করার জন্য কক্সবাজার চেম্বারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় চেম্বারের ভ্রাতৃত্ববোধকে আরো দৃঢ় করে চট্টগ্রাম বিভাগ তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বৃহৎ পরিসরে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চিটাগাং চেম্বার আরো বৃহৎ পরিসরে কক্সবাজার অঞ্চলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে এবং কক্সবাজার অঞ্চলের সার্বিক ব্যবসায়িক খাতে দক্ষ জনবল সৃষ্টি করে এসএমই খাতকে এগিয়ে নিতে চিটাগাং চেম্বারের উদ্যোগ বিসিই’র কর্মপরিকল্পনা একটি যুগোপযোগী সিদ্ধান্ত।



আর্কাইভ