রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২৫২ জন হাসপাতালে, মৃত্যু ১
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২৫২ জন হাসপাতালে, মৃত্যু ১
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন একজন। রোববার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত মোট নয় হাজার ৮৫৭ জনের ডেঙ্গু ধরা পড়েছে, যার মধ্যে চলতি মাসে ধরা পড়েছে সাত হাজার ১৯৯ জনের। মোট শনাক্তের মধ্যে ৭৭১ জন ঢাকার বাইরের।
এর আগে, জুন মাসে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে, এক হাজার ২৩ জন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১৪৩ ঢাকার বাইরে চিকিৎসাধীন রয়েছে।