শনিবার, ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভূমধ্যসাগরে নৌকা থেকে ৪৮৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ভূমধ্যসাগরে নৌকা থেকে ৪৮৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে ৪৮৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী।
উত্তাল সাগর হয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। উদ্ধারকৃতরা মিসর, সিরিয়া, সুদান, ইথিওপিয়া, ফিলিস্তিনি এবং পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
এদের মধ্যে ১৩ নারীসহ ৯৩ শিশু রয়েছে। তাদের ফেরত পাঠানো হবে কি না এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি তিউনিশিয়া এবং লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে একাধিক অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকাডুবির ঘটনাও ঘটেছে। প্রায় সময় ছোট ছোট নৌকা দিয়ে অবৈধ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের প্রবেশের চেষ্টা চালাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারান অনেকে।
একইদিন লিবিয়া উপকূল থেকে চার অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রিসেন্ট।
গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইউএস নিউজ।
সূত্র: রয়টার্স, ইউএস নিউজ