শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাশিফল | শিরোনাম » ইতিহাসে এই দিনে
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাশিফল | শিরোনাম » ইতিহাসে এই দিনে
১৫২ বার পঠিত
শনিবার, ২৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাসে এই দিনে

---

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত।

আজ ২৭ নভেম্বর, শনিবার। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলি:
১০০১ - গজনীর সুলতান মুহম্মদের কাছে জয়পাল সিংহের পরাজয়।
১৫৮২ - উইলিয়াম শেকসপিয়ার বিয়ে করেন।
১৮৯৫ - বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।
১৯০১ - ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠা করা হয়।
১৯১২ - আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।
১৯১৪ - ব্রিটেনে প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয়।
১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তির সঙ্গে বুলগেরিয়ার নোই চুক্তি স্বাক্ষরিত।
১৯৩২ - পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে।
১৯৪০ - আততায়ীর গুলিতে রুমানিয়ার প্রধানমন্ত্রী ইয়ার্গাসহ ৬৪ জন নিহত হন।
১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে বিখ্যাত ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।

১৯৪৩ - চার্চিল রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।

১৯৮০ - ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের গোড়ার দিকে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে এক অভিযানে ইরাকের নৌবাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়।
১৯৯২ - ব্রিটেনের রানি আয়কর দিতে শুরু করেন।
১৯৯২ - তুর্কমেনিস্তান, কিরঘিযিস্তান, উজবেকিস্তান, কাযাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও আজারবাইজান- অর্থনৈতিক সহযোগিতা সংস্থা “ইকো”তে যোগ দেয়।
১৭০১ - জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ডার্স সেলসিয়াস, তিনি ছিলেন সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ ও গণিতবিদ।
১৮৫৭ - জন্মগ্রহণ করেছিলেন চার্লস স্কট শেরিংটন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী, জীবাণুবিদ ও প্যাথলজিস্ট।
১৮৭০ - জন্মগ্রহণ করেছিলেন জুহ কুস্টি পাসিকিভি, ফিনল্যাণ্ডের ফিনিশ অধ্যাপক, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।
১৮৭৮ - জন্মগ্রহণ করেছিলেন যতীন্দ্রমোহন বাগচী, তিনি ছিলেন বাংলা ভাষার কবি।
১৮৯২ - জন্মগ্রহণ করেছিলেন আজিজুল হক, তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক।
১৯০০ - জন্মগ্রহণ করেছিলেন আবদূর রশীদ তর্কবাগীশ, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ।
১৯০৩ - জন্মগ্রহণ করেছিলেন লার্স অনসেজার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।
১৯২৫ - জন্মগ্রহণ করেছিলেন মুনীর চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশি ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী।
১৯৪০ - জন্মগ্রহণ করেছিলেন ব্রুস লি, তিনি ছিলেন চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা।
১৯৪০ - চীনের রাজা জিয়াওজিংয়ে জন্মগ্রহণ করেন।
১৯৫২ - জন্মগ্রহণ করেছিলেন বাপ্পী লাহিড়ী, তিনি ভারতীয় উপমহাদেশের সংগীত পরিচালক।
১৯৫৪ - শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স ফর তামিল ইলাম এর প্রতিষ্ঠাতা ও বর্তমান নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ জন্মগ্রহন করেন।
১৯৬৪ - জন্মগ্রহণ করেছিলেন রবার্ট ম্যান্সিনি, তিনি সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
১৯৭৯ - জন্মগ্রহণ করেছিলেন টেমু টাইনিও, তিনি ফিনিশ ফুটবলার।
১৯৮৪ - জন্মগ্রহণ করেছিলেন সানা নিলসেন, তিনি সুইডিশ গায়িকা।
১৯৮৬ - জন্মগ্রহণ করেছিলেন সুরেশ কুমার রায়না, তিনি ভারতীয় ক্রিকেটার।
০০০৮ - মৃত্যুবরণ করেন হোরেস, তিনি ছিলেন রোমান সৈনিক ও কবি।
১৫৭০ - মৃত্যুবরণ করেন জাকপ সান্সভিনো, তিনি ছিলেন ইতালিয়ান ভাস্কর ও স্থপতি।
১৫৯২ - সুইডেনের রাজা তৃতীয় জন মৃত্যুবরণ করেন।
১৮৫২ - মৃত্যুবরণ করেন অগাস্টা অ্যাডা, তিনি ছিলেন কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।
১৯৪০ - মৃত্যুবরণ করেন নিকলা ইওরগা, তিনি ছিলেন রোমানিয়ান ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও ৩৪তম প্রধানমন্ত্রী।
১৯৫৩ - মৃত্যুবরণ করেন ইউজিন ও’নিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নাট্যকার।
১৯৭৭ - ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক আতাউর রহমান ইন্তেকাল করেন।
১৯৮১ - মৃত্যুবরণ করেন লটে লেনয়া, তিনি ছিলেন অস্ট্রিয়ান গায়িকা ও অভিনেত্রী।
১৯৮৪ - মৃত্যুবরণ করেন অসিতবরণ মুখোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি অভিনেতা ও গায়ক।
১৯৯০ - বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ডা. শামসুল আনাম মিলন শহীদ হন।
১৯৯৮ - গবেষক ও লেখক নরেন বিশ্বাস মৃত্যুবরণ করেন।
২০০৮ - মৃত্যুবরণ করেন বিশ্বনাথ প্রতাপ সিং, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।
২০১৪ - মৃত্যুবরণ করেন ফিলিপ হিউজ, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ