বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নির্বাচনে যেন কোনো প্রাণহানি না ঘটে : বিভাগীয় কমিশনার
নির্বাচনে যেন কোনো প্রাণহানি না ঘটে : বিভাগীয় কমিশনার
ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেছেন ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ সামনে পরপর কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের উপস্থিতিও অনেক বেশি থাকবে। নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও আবাধ হয় সে বিষয়ে প্রশাসনের সহায়তা দরকার। নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা যেন না ঘটে।’
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে সরকারের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘করোনা প্রতিরোধে আমদানিকৃত ফাইজার টিকা এখন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পাচ্ছে। টিকা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য ব্যাপক পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। যে পরিমাণ টিকা আছে সব মানুষকে দেওয়া সম্ভব।’
বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘ইউরোপসহ বেশ কয়েকটি দেশে ব্যাপকভাবে পুনরায় সংক্রমণ বেড়েছে। আমাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করা খুবই জরুরি।’
সভায় আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, র্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশাসহ অন্যরা।