বুধবার, ২৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিশেষ সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সিইসি’র নির্দেশনা
বিশেষ সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সিইসি’র নির্দেশনা
আগের ভোটগুলোর ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপের ভোটগুলো ভাল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এমন নির্দেশনা দেন।
আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল সোয় ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিইসি বলেন, ভবিষ্যতের ভোট সার্থকভাবে করতে চায় কমিশন, যাতে কোন বিতর্ক তৈরি না হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগের ভোটগুলোর ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তী ধাপের ভোটগুলো ভালোভাবে সম্পন্ন করতে হবে।
বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, জননিরাপত্তা বিষয়ক সচিব, র্যাব মহাপরিচালক, আইজিপি’র প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রধানসহ, বিভাগীয় কমিশনাররা যোগ দিয়েছেন। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন নির্বাচন কমিশন সচিব।