রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আবারও কাবুলে হামলার আশঙ্কা করছেন বাইডেন
আবারও কাবুলে হামলার আশঙ্কা করছেন বাইডেন
কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আবারও হামলা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার আশঙ্কায় আফগানিস্তানে অবস্থানরত সব মার্কিনিদের বিমানবন্দর সংলগ্ন এলাকা ত্যাগ করতে নির্দেশনা দিয়েছে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, জঘন্য হামলার জন্য দায়ীদের চরম মূল্য দিতে হবে। প্রয়োজনে আইএস এর বিরুদ্ধে আরো হামলা চালানো হবে।
এদিকে শনিবারই নাগরিক, কূটনৈতিক ও সেনাদের নিয়ে কাবুল ছেড়েছে ব্রিটেনের শেষ ফ্লাইট। কাবুল বিমানবন্দরেও মার্কিন সেনাদের উপস্থিতি কমানো হয়েছে।
অন্যদিকে কাবুল বিমানবন্দরের আশপাশের এলাকায় তল্লাশি চৌকি বাড়িয়েছে তালেবান। দুই সপ্তাহ আগে বিমান চালুর পর থেকে এখন পর্যন্ত আফগান ও বিদেশি নাগরিক মিলিয়ে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে।