শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাশিফল | শিরোনাম » ইতিহাসে এই দিনে
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাশিফল | শিরোনাম » ইতিহাসে এই দিনে
৪৩৭ বার পঠিত
সোমবার, ২২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাসে এই দিনে

---

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এইদিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ববহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ ২২ নভেম্বর, সোমবার। বছরের ৩২৬তম দিন। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এইদিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি:

১২২১ - দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হন।
১৭০৭ - যুবরাজ জন উইলেম ফ্রিসো ফ্রাইসল্যান্ডের ভাইসরয় নিযুক্ত হন।
১৭৭৪ - ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করা রবার্ট ক্লাইভ মৃত্যুবরণ করেন।
১৮৫৬ - বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
১৮৫৭ - সিপাহী বিদ্রোহের একপর্যায়ের ঢাকার লালবাগ দুর্গে সিপাহী ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
১৮৭৭ - টমাস আলফা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিষ্কার করেন।
১৯১০ - লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।
১৯১৭ - শরীরবিদ্যা/ভেষজশাস্ত্রে নোবেলজয়ী (১৯৭৩) ব্রিটিশ জীবজিজ্ঞানী স্যার অ্যানড্রু ফিল্ডিং হাক্সেলের জন্ম।
১৯২৪ - ইংল্যান্ড মিসরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে বলে।

১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে।
১৯৬৩ - মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর সফরের সময় একজন মার্কিন নাগরিকের গুলিতে নিহত হন।
১৯৯০ - ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচার পদত্যাগ করেন।
১৯৯০ - বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়।
১৯৯১ - মিসরীয় উপপ্রধানমন্ত্রী ড. বুট্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।

জন্ম

১৬০২ - স্পেনের রানি এলিজাবেথের জন্ম।
১৭৮৭ - ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাস্মুস রাস্ক জন্মগ্রহণ করেন ।
১৮১৯ - ইংরেজ ঔপন্যাসিক জর্জ এলিয়ট-এর জন্ম।
১৮৬৯ - নোবেলজয়ী (১৯৪৭) ফরাসি কথাশিল্পী ও সমালোচক আঁদ্রে জিদের জন্ম।
১৮৮৬ - প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, এবং দেশপ্রেমিক বেণী মাধব দাস জন্মগ্রহণ করেন ।
১৮৯০ - ফরাসি রাষ্ট্রনায়ক শার্ল দ্য গ্যলের জন্ম।
১৯০৪ - নোবেলজয়ী (১৯৭০) ফরাসি পদার্থবিদ লুই নিলের জন্ম।

মৃত্যু

১৩১৮ - রাশিয়ার রাজকুমার মিখাইলের মৃত্যু।
১৯১৬ - মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডনের মৃত্যু।
১৯৮৭ - সুরকার ও সংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যু।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ