ইতিহাসের এই দিনে
আজ রবিবার, ২৯ আগস্ট ২০২১। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪১তম (অধিবর্ষে ২৪২তম) দিন। বছর শেষ হতে আরো ১২৪ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন, ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলী:
১৮২৫- পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয়।
১৯৫৩ - সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৫৬ - খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।
১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।
জন্ম:
৫৭০ - মুহাম্মাদ, ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামী বিশ্বাসমতে আল্লাহ বা ঈশ্বর কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী।
১৬৩২ - জন লক, প্রভাবশালী ইংরেজ দার্শনিক ছিলেন।
১৮৬২ - নোবেলজয়ী [১৯১১] কবি ও নাট্যকার মরিস মাতেরলিঙ্কের জন্ম।
১৯০৪ - নোবেলজয়ী [১৯৫৬] জার্মান চিকিৎসক ভারনার ফ্রোসমানের জন্ম।
১৯০৫ - ধ্যান চাঁদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড়।(মৃ.০৩/১২/১৯৭৯)
১৯১৫ - সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের জন্ম।
১৯৫৮ - মাইকেল জ্যাকসন, আমেরিকান গায়ক, গীতিকার এবং ড্যান্সার।(মৃ.২৫/০৬/২০০৯)
মৃত্যু:
১৬০৪ - হামিদা বানু বেগম, মোগল সম্রাজ্ঞী। (জঃ ১৫২৭)
১৯৬০ - জর্ডানের প্রধানমন্ত্রী হাজ্জা মাজালি আততায়ীর হাতে নিহত হন।
১৯৬৬ - সাইয়েদ কুতুব, একজন মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক।
১৯৭৬ - কাজী নজরুল ইসলাম, বাঙালি লেখক, সাহিত্যিক, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি।[১] (জ.২৫/০৫/১৮৯৯)
১৯৮২ - সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের মৃত্যু। যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
১৯৯৭ - কংসারী হালদার, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনের খ্যাতনামা নেতা ও এক রাজনৈতিক ব্যক্তিত্ব। (জ.২৬/০৯/১৯১০)
দিবস ও অন্যান্য:
জাতীয় ক্রীড়া দিবস (ভারত)
মিশরীয় বর্ষপঞ্জিকা: প্রথম দিন থথ।
পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস ৷
খনি শ্রমিক দিবস (ইউক্রেন)